ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সবুজবাগে ৭৬ পরিবার লকডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবুজবাগে ৭৬ পরিবার লকডাউন

সবুজবাগ থানার নন্দিপাড়া-দক্ষিণগাঁও এলাকার ৭৬টি পরিবারকে লকডাউন করা হয়েছে।  করোনাভাইরাসের বিস্তার রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে ওই এলাকায় একজন চায়ের দোকনদারসহ একই পরিবারের আরও ৬ জনের দেহে ভাইরাসটির পজেটিভ ধরা পড়ে।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহুবুব আলম রাইডিজংবিডিকে বলেন, ‘প্রথমে নয়টি বাড়ির ৩২ পরিবারকে লকডাউন করা হয়েছিল। পরে আরও কয়েকটি বাড়ির কয়েকটি পরিবারকে আমরা লকডাউন করেছি। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এখন পর্যন্ত ওই এলাকার ৭৬টি পরিবারকে লকডাউন করা হয়েছে। তারা আপাতত বাড়ির বাইরে বের হতে পারবেন না। গলির মুখে ব্যারিকেডও দেওয়া হয়েছে।’

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় সার্বক্ষণিক পুলিশি পাহারাই নয়, মাইকিং করা হচ্ছে যেন ঘর থেকে কেউ বের না হয়। এছাড়া লিফলেটও বিলি করা হচ্ছে। তবে সবাই করোনার আতঙ্ক রয়েছেন। আর যেসব পরিবার লকডাউনে রয়েছে তাদের পুলিশ খাবার দিচ্ছে। অতি প্রয়োজনে পরিবারের একজনকে বের হওয়ার ব্যবস্থা করা হলেও পুলিশের নির্দেশ লাগছে।


ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়