ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে।  এরমধ্যে আরও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ এপ্রিল) আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তিনি বলেন, রাজশাহী, পাবনা, সিলেট, শ্রীমঙ্গল, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙামাটির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছু বাড়তে পারে।

অধিদপ্তর থেকে জানানো হয়েছ, শুক্রবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ও ডিমলায় ১৮ ডিগ্রি সেলসিয়াস।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়