ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশেষ বরাদ্দের দাবি অটোরিকশা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশেষ বরাদ্দের দাবি অটোরিকশা শ্রমিকদের

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এ জন্য সরকারের কাছে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু যানবাহন শ্রমিক ফেডারেশন।

রোববার(১২ এপ্রিল) বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু যানবাহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানানো হয়। 

বিবৃতিতে গোলাম ফারুক বলেন, ‘করোনাভাইরাসের কারণে পরিবহণ শ্রমিকরা খুব কষ্টে দিনযাপন করছেন। তাই এই শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে।’

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই পরিবহন শ্রমিকরা। এমনকি দেশের সড়ক পরিবহন সংকটকালেও এই সব শ্রমিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাই দেশের এই সঙ্কটকালে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।


ঢাকা/ হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়