ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘গণস্বাস্থ্য কেন্দ্রকে সর্বাত্মক সহযোগিতা করবে ওষুধ প্রশাসন’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গণস্বাস্থ্য কেন্দ্রকে সর্বাত্মক সহযোগিতা করবে ওষুধ প্রশাসন’

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রকে সর্বাত্মক সহযোগিতা করবে ওষুধ প্রশাসন  অধিদপ্তর। তারা করোনা  টেস্টের কিট ডেভেলপ করেছে। আমাদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলাম, এখনো আছি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘তিনি (গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ) বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন । আমি অতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের দেশের এই মুহূর্তে সব মানুষের সহযোগিতা খুব দরকার । গণস্বাস্থ্যের সহযোগিতাও আমাদের দরকার । সবাই মিলে সমস্যার সমাধান করতে হবে।’

মাহবুবুর রহমান আরও বলেন, ‘এখানে যদি অসত্য তথ্য উপস্থাপন করে   প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয়, সেটি অত্যন্ত দুঃখজনক । আমি অনুরো করব, এ ধরনের অপপ্রচার যাতে না চালানো হয় । তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ । তার কাছ থেকে আরও বিজ্ঞানভিত্তি, সৌজন্যমূলক আচরণ আশা করছি।’

স্বাস্থ্য সেবা বিভাগের মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান,  অতিরিক্ত সচিব বেগম রীনা পারভীন, যুগ্ম সচিব নিলুফার নাজনীন ও মিডিয়া সেলের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম প্রধান এ সময় উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়