ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বিষণ্নতায় মারা যেতে পারেন আসাদ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বিষণ্নতায় মারা যেতে পারেন আসাদ’

প্রতীকী ছবি

একা থাকায় বিষণ্নতা গ্রাস করে আসাদ চৌধুরী ওরফে লিটনকে।  এ কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে রমনা থানা পুলিশ।

এ বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার রাতে আসাদের মরদেহ উদ্ধার করা হয়।  মরদেহ বিছানার ওপর পড়ে ছিলো।  গত শনিবারের (৯ মে) পর তাকে কেউ বাসা থেকে বের হতে দেখেননি। ওইদিনই তিনি মারা যেতে পারেন।  কেননা লাশে পচন ধরেছে।  ধারণা করা হচ্ছে একা থাকায় বিষণ্নতা গ্রাস করে তাকে।  তবে মৃতু‌্যর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

রাজধানীর ইস্কাটনের একটি ভবনের ছয়তলা থেকে আসাদ চৌধুরী ওরফে লিটন নামে এক ব‌্যক্তির পচা-গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ব‌্যক্তি বেসরকারি একটি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব‌্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ছিল। 

পুলিশের সঙ্গে আলাপে জানা গেছে, আসাদ চট্টগ্রামের একটি শিপিং কোম্পানির ক্যাপ্টেন ছিলেন।  দুই বছর হলো অবসর নেন।  এরপর থেকে ওই ফ্ল‌্যাটেই ছিলেন। হৃদরোগ, ডায়াবেটিক ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন আসাদ। ২০০৭ সালে স্ত্রীর সঙ্গে আসাদের বিচ্ছেদ হয়।  এরপর থেকে তিনি একাই ছিলেন।


ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়