ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিএসএমএমইউ'র পরীক্ষাতেও জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিএসএমএমইউ'র পরীক্ষাতেও জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবের পরীক্ষাতেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট দপ্তরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কীট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসের নমুনা গ্রহণ করে প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরে ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বিএসএমএমইউ থেকেও করোনা পজিটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট আসে।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘এতে প্রমাণিত হলো গণস্বাস্থ্য উদ্ভাবিত কীট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকর।’

করোনাভাইরাসের মহামারির সময়ে দেশের জনগণকে আরও বেশি স্বাস্থ্যসেবা দেওয়ার স্বার্থে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত সহজলভ্য কীট উৎপাদনে সরকারকে অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।


ঢাকা/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়