ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জিডি অ্যাসিস্টের সহায়তায় কলকাতা থেকে ফিরলেন ৪২ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জিডি অ্যাসিস্টের সহায়তায় কলকাতা থেকে ফিরলেন ৪২ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ও উপ-হাইকমিশন এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) উদ্যোগে কলকাতায় আটকে পড়া ৪২ জন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে জিডি অ্যাসিস্ট।

রোববার (৩১ মে) বিকেলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের বহনকারী চার্টার ফ্লাইটটি বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটের বেশিরভাগ যাত্রী করোনা ছড়িয়ে পড়ার আগেই কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন।  কিন্তু লকডাউনের কারণে সেখানে আটকা পড়েন।  জিডি অ্যাসিস্ট বাংলাদেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা পরিচালন সংস্থা হওয়ায় ভারতে বাংলাদেশের হাইকমিশন ও উপ-হাইকমিশনের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ শুরু করে।

জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা গর্বিত যে এই করোনা-বিড়ম্বনার সময়ে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে’।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়