ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যাত্রী সংকটে বিমানের ফ্লাইট বাতিল, কমছে ভাড়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যাত্রী সংকটে বিমানের ফ্লাইট বাতিল, কমছে ভাড়া

যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২ জুন) রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি কোনো ফ্লাইট পরিচালনা করবে না।

বিমানের উপ মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। তবে বুধবার (৩ জুন) অভ্যন্তরীণ তিন গন্তব্যে চারটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

তাহেরা খন্দকার বলেন, বুধবার সৈয়দপুর রুটে ২টি, সিলেট রুটে ১টি এবং চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া বিমানে যাত্রী সংকট কাটাতে ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি। তবে কি পরিমাণ ভাড়া কমানো হবে এ বিষয়ে তিনি জানাতে পারেননি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে সোমবার (১ জুন) ফ্লাইট চালু করে বিমান। দ্বিতীয় দিনে এসেই যাত্রী সংকটের কারণে বড় ধাক্কা খেল সংস্থাটি।


ঢাকা/নূর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়