ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কর্মকর্তাদের চিকিৎসা দেবে বিশেষ হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কর্মকর্তাদের চিকিৎসা দেবে বিশেষ হাসপাতাল

করোনাভাইরাসজনিত রোগ ‘কোভিড-১৯’ এ আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চি‌কিৎসা সেবা দেওয়া হ‌চ্ছে ঢাকার ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালে।

ক‌রোনা আক্রান্ত‌দের এ হাসপাতালে যোগা‌যোগ ক‌রে নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষাসহ সা‌র্বিক চিকিৎসার জন‌্য যোগা‌যোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে।

শুধু তাই নয় যোগা‌যো‌গের জন‌্য হাসপাতালটিতে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। যার নম্বর- ০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: [email protected])

বৃহস্পতিবার (০৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপসচিব মো. দিদারুল ইসলামকে সমন্বয়ের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। তার মোবাইল নম্বর- ০১৪০৪৪৩০৮১৮, ০১৮১৮০৩৩০১৭।  তি‌নি নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয় করবেন।

এছাড়া হাসপাতাল‌টি‌তে চিকিৎসকের দা‌য়িত্বে থাক‌ছেন ‌সি‌নিয়র মে‌ডিক্যাল অ‌ফিসার নাজনীন জামান (মোবাইল- ০১৯১১৩৯৯৭৯৩), হাসিবুল ইসলাম (০১৭২১১৯২৯৯৩) ও ফারহানা সুলতানা (মোবাইল-০১৭৪৮৬৪২৩৩৬)।

বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের (মোবাইল- ০১৭১৫৬৩৫৯০৫) সঙ্গে যোগাযোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে।


রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়