ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কর্মস্থলে ফেরার অপেক্ষায় করোনামুক্ত বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কর্মস্থলে ফেরার অপেক্ষায় করোনামুক্ত বাণিজ্যমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কর্মস্থলে ফেরার অপেক্ষায় আছেন। মাত্র ১০ দিনে তিনি করোনাযুদ্ধে জয়ী হলেও এখনো লড়ছেন শারীরিক দুর্বলতার সঙ্গে। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় অবস্থান করছেন তিনি।

শনিবার (৪ জুলাই) বাণিজ‌্যমন্ত্রী মুঠোফোনে রাইজংবিডিকে বলেন, ‘আল্লাহর রহমতে আমি করোনামুক্ত হয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই অবস্থান করছি। অন্য কোনো সমস্যা না থাকলেও শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছি।’

তিনি জানান, ‘চিকিৎসকের বেঁধে দেওয়া সময় শেষ হলেই কর্মস্থলে ফেরার ইচ্ছা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

গত ১৭ জুন বাণিজ্যমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। ওই দিনই তিনি রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পান ২৭ জুন। চিকিৎসকরা তাকে ১৫ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। আজ শনিবার (৪ জুন) তার আইসোলেশন মেয়াদের ৭ দিন পার হচ্ছে।


ঢ‌াকা/শাহ আলম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়