ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের ৬০ কোটি মানুষ খোলা মাঠে মলত্যাগ করে

আনু মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১০ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের ৬০ কোটি মানুষ খোলা মাঠে মলত্যাগ করে

কার্টুন

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১০ মে : ভারতে বিপুল অর্থ ব্যয়ের পরও খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বদলানো যায়নি মানুষের।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়ারিয়া এবং হেপাটাইটিসের মতো রোগ ও জীবাণুর বিস্তার ঘটছে। তবে ভারতের পরিস্থিতি এক্ষেত্রে খুবই নাজুক।

প্রতিবেদনে বলা হয়েছে, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৬০ কোটির বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে।  

ভারত সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি ও সরবরাহে শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি। আর্থ-সামাজিক পরিস্থিতিও এখানে অনেকাংশে দায়ী মনে করে-জাতিসংঘ।

অন্যদিকে বাংলাদেশ এবং ভিয়েতনাম যেভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস প্রায় দূর করতে সক্ষম হয়েছে, জাতিসংঘ তারও প্রশংসা করেছে। উল্লেখ করা হয়, ৯০-এর দশকে বাংলাদেশ ও ভিয়েতনামে  যেখানে  প্রতি তিন জনের একজন খোলা জায়গায় মলত্যাগ করত, ২০১৪ সালে এসে সেই অভ্যাস প্রায়- দেশ দুটিতে নেই বললেই চলে।
ইউনিসেফের একজন বিশেষজ্ঞ রলফ লায়েনডিক বলেছেন, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, এর বিপরীতে প্রতিবেশী দেশ ভারতের কৌশল সেখানে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দরিদ্র মানুষের কাছে স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকার শত শত কোটি ডলার খরচ করেছে এটা সত্য। কিন্তু এই অর্থ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেওয়ার পর বিভিন্ন রাজ্যে তা ভিন্নভিন্ন পদ্ধতিতে ব্যয় করে। বেশিরভাগ ক্ষেত্রে এই অর্থ আর দরিদ্র জনগোষ্ঠীর হাতে পৌঁছায় না।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) জনস্বাস্থ্য বিষয়ক পরিচালক মারিয়া নিরা বলেন, ভারতের যে ছবিটা দেখে সবাই ধাক্কা খান তা হলো একটা লোক এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা জায়গায় মলত্যাগ করছেন।

ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা প্রতিবেদনের তথ্য পরিসংখ্যান উল্লেখ করে জাতিসংঘ আরো বলেছে   সাব সাহারান আফ্রিকার ২৬ টি দেশেও এখনো খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বাড়ছে। সেখানে সবচেয়ে খারাপ অবস্থা নাইজেরিয়ার। দেশটির প্রায় চার কোটি মানুষ এখনো উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে।

তথ্যসূত্র : বিবিসি।

 

রাইজিংবিডি/এএম/আবু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়