ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদে সাঈদী’র আবিস্কারক মারুফকে খুঁজছে পুলিশ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ৪ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
চাঁদে সাঈদী’র আবিস্কারক মারুফকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়ানোর মূলহোতা ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মারুফ আহমেদকে খুঁজছে পুলিশ। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন জানান, ধর্মপ্রাণ মানুষের সরলতার সুযোগকে কাজে লাগাতে জামায়াত নেতা মারুফ এ অপপ্রচার চালিয়েছে এ ঘটনায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গফরগাঁও থানা পুলিশ সূত্র জানায়, গফরগাঁও উপজেলার পৌর এলাকার আলতাফ হোসেন ডিগ্রি কলেজের সামনে রবিবার দুপুরে লোক জড়ো করে স্থানীয় সালটিয়া ইউনিয়ন জামায়াতের  সেক্রেটারি মারুফ আহমেদ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে প্রচার করতে থাকেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করলে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় মারুফ । এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন গফরগাঁও থানা পুলিশকে এ বিষয়টি জানায়। এ ঘটনা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা মারুফ আহমেদের এ ধরণের অভিনব প্রচারণা চালানোর সত্যতা পায়। এ ঘটনার পর থেকেই ওই জামায়াত নেতা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছেন।

উল্লেখ্য, যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে আদেশ দেয়ার পর সারাদেশে সহিংস হয়ে ওঠে জামায়াত-শিবির নেতাকর্মীরা। রায়ের প্রতিবাদে সারাদেশে রবি ও সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় জামায়াত। হরতালের প্রথম দিন রবিবার দেশের ছয় জেলায় সহিংসতায় ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন গুজব রটিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত-শিবির চক্র।

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়