ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর নয় ’

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ৪ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর নয় ’

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স শর্ত সাপেক্ষে ১৬ বছর না করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠন দুটি।

 

মানববন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঢাকা মহানগর শাখার সভাপতি প্রকৌশলী শম্পা বসু বলেন, দারিদ্র, যৌতুক, নিরাপত্তাহীনতা, অসচেতনতা, অশিক্ষা, কুসংস্কার ইত্যাদি যে সকল কারণে বাল্যবিয়ের হার বেশি, সেগুলো দূর করার কোন উদ্যোগ না নিয়ে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর আইন করা হচ্ছে । এ আইন পাশ হলে যুগ যুগ ধরে এর কুপ্রভাব সমাজে বিদ্যমান থাকবে বলেও জানান তিনি।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি রুখসানা আফরোজ, শিল্পী  মাহমুদুজ্জামান প্রমুখ।

 

 

 

 

রাইজিংবিডি/ ঢাকা/৪ ডিসেম্বর ২০১৫/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়