ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ

সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ২ নভেম্বর: ঢাকার শাপলা চত্বরে আবারো মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

মহাসমাবেশে বাধা দেয়া হলে হরতালসহ লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলামের নেতারা।

শনিবার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে ওই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আমীর মাওলানা শাহ আহমদ শফী।

ওই মহাসমাবেশ থেকে ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সিলেট, ৮ নভেম্বর খুলনা, ১২ ও ১৩ নভেম্বর চট্টগ্রামে এবং ১৫ নভেম্বর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ।

মহাসমাবেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন। তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। কওমি মাদরাসার বিরুদ্ধেও অপপ্রচার করছেন। তাদেরকে বলতে চাই, কওমি মাদরাসায় হাত দেবেন না, হাত দিলে সে হাত পুড়ে যাবে।

নারী সমাজকে তেঁতুল বলার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে আল্লামা শফী বলেন, আমি তাদের (নারীদের) কখনো তেঁতুল বলিনি, তাদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছি মাত্র। মহিলাদের তুলনা করা যায় একমাত্র রাণীর সঙ্গে, ফুলের সঙ্গে। এরপরও সরকারের মন্ত্রী-এমপিরা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। কিন্তু আমি তার প্রতিবাদ করিনি। এর বিচার আল্লাহ করবেন।

তিনি বলেন, কওমি মাদরাসার জন্য কোনো সনদ প্রয়োজন নেই, কওমি মাদরাসা কখনো সরকারের নিয়ন্ত্রণে ছিল না। আশা করি এ সরকারও কওমি মাদ্রাসাকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে না।

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন উত্তর  জেলা হেফাজতের সভাপতি মাওলানা সালাউদ্দিন নানুপুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নুর হোসেন কাসেমী, ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জাফর উল্লাহ খান, কেন্দ্রীয়  নায়েবে আমির আল্লমা আব্দুল হামিদ পীর সাহেব মধূপুর, কেন্দ্রীয় নায়েবে আমির আল্লমা শামসুল আলম প্রমুখ।


রাইজিংবিডি / রেজাউল / আরকে / এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়