ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রিটিশ দম্পতির সাইকেলে বাংলাদেশ ভ্রমণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ দম্পতির সাইকেলে বাংলাদেশ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ দম্পতি এয়ান পিটারসন এবং কিটি হ্যালিডে সাইকেলে চড়ে ঘুরে গেলেন বাংলাদেশ।

বিশ্বের ৩১টি দেশ সফরের মাধ্যমে তারা ২২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন। গত বছর ২ অক্টোবর লন্ডন থেকে বিশ্বভ্রমণ শুরু করেন এই দম্পতি।

ইতোমধ্যে তারা ১১টি দেশ ভ্রমণ করেছেন। তারা ২২ মার্চ মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন এবং ২৪ মার্চ বিডি সাইক্লিস্ট দলের সঙ্গে ঢাকা ভ্রমণ করেন।

 



বিডি সাইক্লিস্ট দলের বিভিন্ন বয়সের প্রায় ২০০ সাইক্লিস্ট তাদের সঙ্গে মানিক মিয়া এভিনিউ থেকে সাইকেল চালিয়ে সাভার বিরুলিয়া গোলাপ বাগান পর্যন্ত যান এবং সেখান থেকে তাদের বিদায় জানান।

এদিন ব্রিটিশ দম্পতি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তারা ২৫ মার্চ বগুড়ায় এবং ২৬ মার্চ রংপুরে অবস্থান করে ২৮ মার্চ বুড়িমারী হয়ে ভারতে প্রবেশ করেন। তারা আগামী ২৫ সেপ্টেম্বর লন্ডনে প্রবেশ করে তাদের বিশ্বভ্রমণ শেষ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়