ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনপ্রশাসনে যোগ দিলেন নতুন সচিব ফয়েজ আহম্মদ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনপ্রশাসনে যোগ দিলেন নতুন সচিব ফয়েজ আহম্মদ

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত সচিব ফয়েজ আহম্মদ রোববার দায়িত্বভার গ্রহণ করেছেন।

রোববার তিনি কাজে যোগ দেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

এর আগে গত ২৪ জুন এক প্রজ্ঞাপনে ফয়েজ আহম্মদকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। একই তারিখে অপর এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে ৩০ জুন থেকে স্বেচ্ছায় অবসর প্রদান করা হয়।

ফয়েজ আহম্মেদ ৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তিনি ২০১৭ সালের ১৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান। চলতি বছরের ২৬ এপ্রিল তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।

তিনি ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত তৎকালীন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব ছিলেন। তিনি ২০০২-০৬ সাল পর্যন্ত কিশোরগঞ্জের হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী ও চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেন।



রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়