ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে পরিপত্র জারি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে পরিপত্র জারি

সচিবালয় প্রতিবেদক : এখন থেকে সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে প্রার্থীদের ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল নেতিবাচক হলে তিনি চাকরির জন্য অযোগ্য বিবেচিত হবেন।

পুলিশ, জনপ্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কমচারীদের অনেকে মাদক সেবন করেন, এমন অভিযোগের সত্যতা পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে গত ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সাথে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে।

প্রতি বছর হাজার হাজার তরুণ-তরুণী সরকারি চাকরিতে প্রবেশ করছে। এতদিন চাকরির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হতো।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়