ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শপথ নেবেন এরশাদ

বকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ৮ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শপথ নেবেন এরশাদ

আলাপচারিতায় হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৮ জানুয়ারি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ জানিয়েছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তিনি বলেন, ‘পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের আমাদের সঙ্গে আছেন। আর দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও এমপি হিসেবে শপথ নেবেন।’

জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে হুসেইন মুহম্মদ এরশাদ কবে শপথ নেবেন, বিষয়টি স্পষ্ট করেননি।

বৃহস্পতিবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা জনগণ ও দেশের উন্নয়নে বিশ্বাসী। জাতীয় পার্টির ইতিহাস প্রমাণ করে যে আমরা সংঘাত চাই না, শান্তি চাই।’

সব দলের অংশগ্রহণে ভবিষ্যতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থার সমাধান চাইলেন রওশন এরশাদ।

এ সময় তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সব সময় চেষ্টা করেছি।’

গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

গত বছর ১২ ডিসেম্বর বারিধারার বাসা থেকে এরশাদকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর  থেকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘চিকিৎসাধীন’ আছেন।



রাইজিংবিডি / বকুল / সোহাগ / ক.কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়