ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘হাতে হেক্সিসল লাগান, পরে ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হাতে হেক্সিসল লাগান, পরে ভোট দিন’

ছবি : শাহীন ভূঁইয়া

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই এ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারদের করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত রাখতে প্রতি কেন্দ্রে করোনা সতর্কীকরণ ব্যানারসহ হাত ধুতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও টিস্যু পেপার দেওয়া হয়েছে।

সে নির্দেশনার আলোকেই কাজ করছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের ভোটকেন্দ্র ঘুরে এচিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। ভোটাররা হাতে হেক্সিসল লাগিয়ে ভোট দিচ্ছেন। ভোটারদের ভোট দিয়ে দ্রুত ভোটকেন্দ্র ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ 

এ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ওসমান হোসেন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘অফিসাররা আগে হাতে হেক্সিসল লাগাতে বলেছেন, পরে ভোট দিতে দিয়েছেন। আমি সেভাবেই ভোট দিয়েছি।’

একই কেন্দের ২০৮ নম্বর বুথে ভোট দিয়েছেন রহিমা খাতুন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘হাতে ওষুধ মেখে ভোট দিয়েছি। করোনাভাইরাস ছড়াতে পারে তাই দ্রুত কেন্দ্র ছেড়ে বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছেন অফিসাররা।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



ঢাকা/আসাদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়