ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬.৭৯ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬.৭৯ শতাংশ

ফাইল ফটো

মন্ত্রিসভার চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬.৭৯ শতাংশ।  তিনমাসে মন্ত্রিসভার ১০ বৈঠকে মোট ৭১টি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৬ সিদ্ধান্ত, আর বাস্তবায়নাধীন আরও ২৫টি।

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে তিন মাসের এ প্রতিবেদন তুলে ধরা হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনমাসে অনুমোদিত নীতি কিংবা কর্মকৌশল হচ্ছে ৪টি, অনুমোদিত চুক্তি হলো ৪টি।  এসময় সংসদে পাসকরা আইন ৭টি।

মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে যুক্ত হন।


নঈমুদ্দীন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়