RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০৩ জমাদিউস সানি ১৪৪২

ঈদের দিনেও বন্ধ বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দিনেও বন্ধ বিনোদন কেন্দ্র

চিড়িয়াখানায় বেড়াতে এসে ফিরে যান অনেক দর্শনার্থী

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। কিন্তু ঈদ উদযাপনের অন‌্যতম অনুষঙ্গ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় উৎসবের আনন্দে কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে বলে মনে করছেন রাজধানীবাসী। প্রতি বছর ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যেত৷ কিন্তু এ বছর করোনা মহামারির কারণে সে চিত্র আর নেই। বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর চিড়িয়াখানা, শিশু মেলায় গিয়ে দেখা গেছে, দলে দলে দর্শনার্থীরা আসছেন। এসব বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।

রাজধানীর লালবাগের বাসিন্দা সিয়াম মুহাম্মদ বলেন, ‘১০ বছর ধরে ঈদের দিন বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। আজ চিড়িয়াখানায় এসে দেখি, বন্ধ রয়েছে। আগে জানলে অন্য জায়গায় ঘুরতে যেতাম।’

শনির আখড়ার বাসিন্দা সুজন বলেন, ‘পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম। এসে দেখি, শিশু মেলা বন্ধ। কী আর করার, হতাশ হয়ে ফিরে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘বিনোদন কেন্দ্রগুলো যে ঈদের ছুটিতেও বন্ধ থাকবে, সরকারের পক্ষ থেকে টিভিতে ঘোষণা দেওয়া হলে ভালো হতো। তাহলে আমাদের বিড়ম্বনায় পড়তে হতো না।‘

করোনা পরিস্থিতির মধ্যেও কেন ঘুরতে এলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মার্চ মাস থেকে ঘরে ছিলাম। মনটা ভালো না। তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও ঘুরতে এলাম।‘

চিড়িয়াখানা দেখতে আসা ইলমা জাহান বলেন, ‘মেয়েটা সকাল থেকে বায়না ধরেছে, ঘুরতে যাবে। তাই ঈদের দিন সাভার থেকে মেয়েকে নিয়ে এখানে এসেছি। কিন্তু এসে দেখি বন্ধ। এর আগে রমনা পার্কে গেছি, সেটাও বন্ধ। এখন মেয়েকে নিয়ে হাতিরঝিলে যাব।’

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. নূরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চিড়িয়াখানা বন্ধ রয়েছে। খোলার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে চিড়িয়াখানা খোলা হবে।’

ঢাকা/আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়