ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত সচিবালয়

সচিবালয়  প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত সচিবালয়

প্রথম কার্যদিবসে সচিবালয়ে কর্মব্যস্ততা। সিনিয়র তথ্য ও জনসংযোগ অফিসারের কক্ষে আলাপকালে তোলা।

কোরবানির ঈদের তিন দিনের ছুটির পর খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ও ছিল কর্মচঞ্চল।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন। সচিবালয়ের গেটে সবার শরীরের তাপমাত্রা মেপে প্রবেশ করাতে দেখা গেছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সবাই মাস্ক পরে প্রবেশ করেছে। অনেকে হাতে গ্লাভস পরে এসেছেন। সহকর্মীদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাবের পর থেকে দর্শনার্থী পাস দেওয়া আপাতত বন্ধ রয়েছে।  সবগুলো ভবনের মেঝেতে জীবাণুনাশক ছিটানো হয়েছে। সব ফ্লোরে হ্যান্ড স্যানিটাইজার রাখার পাশাপাশি বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা মেনে অফিস করতে এসেছি। তবে খুব ভয়ের মধ্যে আছি আমরা। 

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চারদিকে করোনা ভাইরাসের ভয়। ঈদের ছুটিতে বাড়ি যাইনি। চাকরি করতে হলে তো অফিসে আসতেই হবে। সচেতন আছি, তার পরেও ভয় পাচ্ছি, কারণ অনেক মানুষের সংস্পর্শের মধ্যে অফিসে যোগ দিতে হবে।

অফিস খোলার প্রথম দিনে বস্ত্র ও পাটমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নৌমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ অধিকাংশ মন্ত্রী অফিস করেছেন বলে জানা গেছে।

 

ঢাকা/আসাদ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়