ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোরবানির তৃতীয় দিনেও চলছে বর্জ্য অপসারণ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কোরবানির তৃতীয় দিনেও চলছে বর্জ্য অপসারণ

বর্জ্য অপসারণের কাজ চলছে

ঈদুল আজহার পশু কোরবানির তৃতীয় দিনে সোমবার (০৩ আগস্ট) দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।

তারা আশা করছে, রাত ৯টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, কোরবানির ঈদের তৃতীয় দিনে পশুর যে বর্জ্য সৃষ্টি হয়েছে, রাত ৯টার মধ্যে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হবে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন বলেন, ঈদের প্রথম দিন (০১ আগস্ট) কোরবানির পশুর বর্জ্য হিসাবে ৮ হাজার ৮৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।  দুই দিনে মোট ১১ হাজার ১৯৮ মেট্রিক টন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণে বর্জ্য অপসারণে কাজ করেছে ৩০০ গাড়ি ও ৬ হাজার পরিচ্ছন্নকর্মী।
 

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়