ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘জনগণের অর্থ ব্যবহারে সতর্ক হতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘জনগণের অর্থ ব্যবহারে সতর্ক হতে হবে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ফটো)

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এখন থেকে জনগণের অর্থ ব্যবহারে আরো সতর্ক হবে। কারণ, এসব বিষয়ে জনগণের নজর আছে।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘জনগণের সম্পদ আমরা কীভাবে ব্যবহার করছি, তা তারা গভীর নজরে রেখেছে। প্রকল্পের নামে সরকারি কর্মকর্তারা অহেতুক অর্থের অপচয় করতে পারবেন না। স্বচ্ছতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সঠিকভাবে কাজ করে সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব।’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি দুই বার দেখা করেছি। তিনি আমাদের চাকরি দিয়েছিলেন। বঙ্গবন্ধু মানে বিরাট ব্যাপার। তিনি কোটি কোটি মানুষের নেতা। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই বঙ্গবন্ধুকে অনুসরণ ও অনুকরণ করি। বঙ্গবন্ধু কোমল হৃদয়ের মানুষ ছিলেন।’

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও তখনকার বাঙালিরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আমাদের মাটি-পানি, আমাদের সকল সম্পদ আমাদের হাতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারব। তাই স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু ও তার সহযোদ্ধারা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের ব্যাপক অর্থনৈতিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে।’

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, উপ-মহাপরিচালক (ডিডিজি) ঘোষ সুব্রত এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা আকতার।

ঢাকা/হাসিবুল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়