ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে: স্বাস্থ‌্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০২:২১, ২৮ আগস্ট ২০২০
চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে: স্বাস্থ‌্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের (পরীক্ষা) অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আজ আমরা ভ্যাকসিন নিয়ে চীনের সঙ্গে বৈঠক করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চীন বাংলাদেশে ট্রায়াল করতে চায়। এ বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি অনুমতি দিয়েছেন।

স্বাস্থ‌্যমন্ত্রী আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ট্রায়াল করতে দেবো। যারা স্বেচ্ছায় আসবে তাদের ওপরই শুধু ট্রায়াল হবে।

আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়