ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

পিলখানা হত‌্যাকাণ্ডে সত্যটা একদিন বের হবে: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০২:২২, ৭ সেপ্টেম্বর ২০২০
পিলখানা হত‌্যাকাণ্ডে সত্যটা একদিন বের হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

পিলখানা হত‌্যাকাণ্ডের ঘটনার সত্যটা একদিন না একদিন বের হবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পিলখানা হত‌্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামায়াত ও ওয়ান ইলেভেন সৃষ্টিকারীদের সম্পৃক্ততার অভিযোগ করে তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আসতে পারেনি, তারাই তাদের পেছনে ছিল। তাদের সঙ্গে ছিল ওয়ান ইলেভেন যারা সৃষ্টি করেছিল তারা। আওয়ামী লীগ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসায় সবকিছুকে নস্যাৎ করার পরিকল্পনায় তারা এই ঘটনা ঘটিয়েছে। পিলখানা হত‌্যাকাণ্ড ঘটনার সত্যটা একদিন না একদিন বের হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার গঠনের ৫২ দিনের মাথায় এই ঘটনা ঘটলো। ওই ঘটনায় যেসব সেনা কর্মকর্তা মারা যান, তাদের মধ্যে ৩৩ জন ছিলেন আওয়ামী লীগ পরিবারের। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘একুশে আগস্টের গ্রেনেড হামলার পর তারা ব্যাপক প্রচার করে ফেলেছিল, আমি নাকি নিজেই গ্রেনেড নিয়ে নিজেই মেরেছি। পিলখানা হত‌্যাকাণ্ডের পরও তারা এভাবে অপপ্রচার শুরু করেছিল।’

সাহারা খাতুনকে স্মরণ করে তিনি বলেন, ‘প্রত্যেক আন্দোলন সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতেন। তার কোনো ভয়ভীতি ছিল না। এরশাদ সাহেব যখন ক্ষমতায় তখন তার ওপর লাঠির বাড়ি, পিটিয়ে ডাস্টবিনে পর্যন্ত ফেলে দিয়েছে। এরপর খালেদা জিয়া ক্ষমতায় আসার পরও একই অত্যাচার চালিয়েছে।’

সংসদ সদস্য ইসরাফিল আলমকে স্মরণ করে তিনি বলেন, ‘এত অল্প সময়ে চলে যাবেন বুঝতে পারিনি। যখন একটু সুস্থ হলেন, চলে গেলেন এলাকায়। এভাবে করোনার সময় আমরা আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী হারিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মানুষের জন্য কাজ করতে গিয়েই কিন্তু তারা জীবন দিয়েছেন। ইসরাফিলের ক্ষেত্রেও সেটা হয়েছে।’

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রণব মুখার্জি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিলেন। পঁচাত্তরে আমাদের পাশে ছিলেন। ২০০৭ সালে আমি বন্দি থাকার সময়ে আন্তর্জাতিকভাবে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতু নিয়ে আমার ওপর দোষ চাপালো, তখনও তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদ করেছেন। তিনি সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। বাংলাদেশের মানুষের কল্যাণ চাইতেন তিনি। ’

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়