ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গার্মেন্টসে নিটিংয়ের কাজের সময় আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১১ সেপ্টেম্বর ২০২০  
গার্মেন্টসে নিটিংয়ের কাজের সময় আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

গুলশান শপিং সেন্টারে আগুন (ফাইল ছবি)

গুলশান শপিং সেন্টারের ভেতরে গার্মেন্টসে নিটিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন রাইজিংবিডিকে বলেন, শপিং সেন্টারের ছয়তলায় অবস্থিত সমশের গার্মেন্টসে আগুন লাগে। আগুনে ভেতরের মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ভেতরে নিটিংয়ের কাজ চলছিল। সে সময় কোনো কিছু গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।  

তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত বলা যাবে বলেও জানান তিনি।

এদিকে ফায়ার সার্ভিসের এক হিসাবে বলা হচ্ছে, আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর ভেতর থেকে এক কোটি ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে গুলশান শপিং সেন্টারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/মাকসুদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ