ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বাংলাদেশে শিশুদের পুষ্টি গ্রহণের হার সন্তোষজনক নয়’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২০
‘বাংলাদেশে শিশুদের পুষ্টি গ্রহণের হার সন্তোষজনক নয়’

ওরিয়েন্টেশন সভায় ডিএনসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ অন‌্যরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বাংলাদেশে শিশুদের পুষ্টি গ্রহণের হার সন্তোষজনক নয়। এর মূল কারণ—সচেতনতার অভাব। সেজন্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব অনেক বেশি।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ডিএসসিসি আয়োজিত কেন্দ্রীয় অবহিতকরণ, পরিকল্পনা ও সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসির মেয়র বলেন, ‘করোনার সময়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য স্বাস্থ্যকর্মী, শিশুদের মা-বাবাসহ সংশ্লিষ্ট সবাইকে অনেক বেশি সংবেদনশীল ও আন্তরিক আচরণ করতে হবে।’

সভায় আরো বক্তব‌্য রাখেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর, ঢাকার সিভিল সার্জন, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপিএইচসিএসডিপি ও এনএইচএসডিপির প্রতিনিধি,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ওরিয়েন্টশন সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালানো হবে। ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ডিএসসিসি এলাকায় ১ হাজার ৪২৭টি কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ১৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৪৬০ শিশুকে একটি করে লাল রঙের ক‌্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ