ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিভাগীয় পর্যায়ে ভার্চুয়াল সেমিনার শুরু করেছে ভূমি মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৩০ সেপ্টেম্বর ২০২০  
বিভাগীয় পর্যায়ে ভার্চুয়াল সেমিনার শুরু করেছে ভূমি মন্ত্রণালয়

ভূমি ব্যবস্থাপনা নিয়ে বিভাগীয় পর্যায়ে ভার্চুয়াল সেমিনার শুরু করেছে মন্ত্রণালয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর রংপুর বিভাগের সঙ্গে সেমিনারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর রাজশাহী, ৪ অক্টোবর বরিশাল, ৮ অক্টোবর খুলনা, ১১ অক্টোবর ময়মনসিংহ, ১৫ অক্টোবর সিলেট, ১৮ অক্টোবর চট্টগ্রাম এবং ২২ অক্টোবর ঢাকা বিভাগের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত হবে। 

সেমিনারে অংশ নিতে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে সেমিনারের সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

সেমিনারে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১৩ আগস্ট ভূমি ব্যবস্থাপনা তথা অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, বিনিময় সম্পত্তি, খাসজমি, ভূমি অধিগ্রহণ, বনভূমির জমি, বালুমহাল, ইজারা, পার্বত্য জেলার ভূমি সমস্যাসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে সেমিনার আয়োজন করতে বলা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় বিভাগীয় পর্যায়ে সব বিভাগকে নিয়ে ভার্চুয়াল সেমিনারের উদ্যোগ নেয়।

বিষয়টি নোটিশ আকারে দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জানিয়ে দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা তথা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে সংযুক্ত কর্মসূচি অনুযায়ী বিভাগভিত্তিক ভার্চুয়াল সেমিনারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাইজিংবিডি/নঈমুদ্দীন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়