ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ২০:০১, ৬ অক্টোবর ২০২০
দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে দুর্গাপূজায় প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরনের শোভাযাত্রা না করাসহ ১০ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। 

বৈঠকে ১০ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো-

১. পূজা মণ্ডপে প্রবেশের সময় কোভিড-১৯ এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করতে হবে।

২. পূজা মণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

৩. আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা মোকাবিলায় মোবাইল ডিউটিতে থাকবেন।

 ৪. পূজা মণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি দেওয়া অনুষ্ঠান টিভি চ্যানেলে লাইভ প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা নিতে পারেন।

৫. প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না।

৬. ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে।

৭. জনসমাগম সীমিতকরাসহ অন্যান্য নির্দেশনা মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।

৮. করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে ।

৯. পূজা মণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।

১০. জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সেবা সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, সশস্ত্র বিভাগের স্টাফ অফিসার, ধর্মসচিব নুরুল ইসলাম, তথ্যসচিব কামরুন্নাহার, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদসহ কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বিজিবি, র‌্যাব, এনএসআই, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নঈমুদ্দীন/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়