ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টিকিটের অপেক্ষায় সৌদি প্রবাসীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৩৩, ৫ অক্টোবর ২০২০
টিকিটের অপেক্ষায় সৌদি প্রবাসীরা

টোকেনের আশায় কারওরান বাজার সৌদি এয়ারলাইন্সের সামনে দীর্ঘ লাইন দিয়েছেন সৌদি প্রবাসীরা। 

সোমবার (৫ অক্টোবর) সকাল থেকেই তারা এয়ারলাইনস এর অফিস ও সোনারগাঁও হোটেলের আশপাশে অপেক্ষা করছেন।

জানা গেছে, ভিসার মেয়াদ যাদের আগে শেষ হচ্ছে, তাদের এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রথমে একটি ফরম দিচ্ছে। পরে সেটি পূরণ করে জমা দিলেই প্রত্যাশিত টোকেনটি প্রবাসীরা পেয়ে যাচ্ছেন। অপেক্ষায় থাকা সিরাজগঞ্জের ইকরাম হোসেন বলেন, গত কয়েকদিন ধরেই টোকেন এর অপেক্ষায় থেকে খালি হাতে ফিরে গেছি। আজ হয়তো মিলতে পারে।

নারায়ণগঞ্জের সিরাজ উদ্দিন ভূইয়া বলেন, এয়ারলাইন্সে ভিসার মেয়াদ, রিটার্ন টিকিট এবং পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমবার সকাল থেকে প্রবাসীরা সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে, সোনারগাঁও হোটেলের আশপাশে লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের কারোর রিটার্ন টিকিট এর মেয়াদ শেষ, তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সে দেশের যোগাযোগ করে তা বাড়িয়েছেন এখন। তাদের এয়ারলাইন্স কর্তৃপক্ষ টোকেন এর মাধ্যমে টিকিটের সব ধরনের ব্যবস্থা করছে।

করোনায় দেশে এসে প্রায় ১২ থেকে ১৫ হাজার সৌদি প্রবাসী শ্রমিক আটকা পড়েন। করোনার জন্য তিন দফা ছুটি পেলেও সম্প্রতি তারা সে দেশে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু ভিসার মেয়াদ ঠিক থাকলেও টিকিটের কারণে যেতে পারেননি। এর প্রতিবাদে তারা কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্স অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিক্ষোভ এবং অবস্থান নেয়।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়