ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে দ্বিতীয় দিনও শাহবাগে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:০২, ৬ অক্টোবর ২০২০
ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে দ্বিতীয় দিনও শাহবাগে গণজমায়েত

নোয়াখালীতে একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে দ্বিতীয় দিনের মতো ধর্ষণবিরোধী গণজমায়েত  করে বিক্ষোভ চলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। এসময় জমায়েত থেকে ধর্ষণবিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা।

নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এর আগে সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন হয়। গণজমায়েত করা হয় রাজধানীর শাহবাগে।

ইয়ামিন/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়