ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুধবার থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩৩, ২১ অক্টোবর ২০২০
বুধবার থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নির্দেশ অনুযায়ী বুধবার (২১ অক্টোবর) থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি শুরু করবে টিসিবি।

জনপ্রতি সর্বোচ্চ ২ কেজি আলু বিক্রি করা হবে। একইসঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকা পুনর্নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর।

নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ, পাইকারি এবং খুচরা পর্যায়ের বিক্রেতাসহ সবাই যেন আলু বিক্রি করেন সেজন্য কঠোর মনিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করেছে সংস্থাটি।

ঢাকা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়