RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

সাংবাদিক নেতাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা ডিইউজের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৯ অক্টোবর ২০২০  
সাংবাদিক নেতাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা ডিইউজের

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত নেতাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিইউজে নির্বাহী পরিষদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিইউজের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) বকেয়া পরিশোধের দাবিতে মানবকণ্ঠ কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত সাংবাদিকরা। এ সময় ডিইউজে নেতাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়।

বিবৃতিতে নেতারা বলেন, ইউনিয়নকে অবজ্ঞা করে আগে কোনো মিডিয়া প্রতিষ্ঠান টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। 

তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ‌্যতে প্রাপ্য বেতন আদায়ের কর্মসূচিতে যেকোনো পরিস্থিতির জন্য মানবকণ্ঠ কর্তৃপক্ষ দায়ী থাকবে।

ডিইউজে নেতারা মানবকণ্ঠ কর্তৃপক্ষের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাইজিংবিডি/ঢাকা/নঈমুদ্দীন/জেডআর

সর্বশেষ

পাঠকপ্রিয়