ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গাদের সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ২২:২০, ৪ নভেম্বর ২০২০
রোহিঙ্গাদের সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম (ফাইল ফটো)

রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) ‘অবৈধভাবে বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তি ও জাতীয় পরিচয় নিবন্ধন রোধ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং এনআইডি প্রস্তুত থেকে তৈরি পর্যন্ত প্রতিটি ধাপ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

সভায় জানানো হয়, রোহিঙ্গা অধ্যুষিত ৩২টি বিশেষ অঞ্চলে নতুন আবেদনের ক্ষেত্রে পিতা-মাতার এনআইডি/জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই, বিশেষ ফরম পূরণ, নিবন্ধনযোগ্য নাগরিকের তালিকা তৈরির পর রেজিস্ট্রেশন ও ডাটা আপলোড কার্যক্রম শেষে ভোটার তালিকা তৈরি করা হয়। 

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়