ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেপালের রাষ্ট্রদূতের রহনপুর রেলবন্দর পরিদর্শন

আনোয়ার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালের রাষ্ট্রদূতের রহনপুর রেলবন্দর পরিদর্শন

নেপালের রাষ্ট্রদূতের রহনপুর রেলবন্দর পরিদর্শন

জেলা প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত হ্যারী কুমার শ্রেষ্ঠা দেশের দ্বিতীয় রেলওয়ে স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন। রাজশাহী সার্কিট হাউস থেকে সড়কপথে বুধবার দুপুর ১২টায় তিনি রহনপুর রেলবন্দরে পৌঁছান।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী শাকুনতিয়া শ্রেষ্ঠা, থার্ড সেক্রেটারি নির্মল প্রসাদ ভট্টরাই, স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার পংকজ সাহাসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় রাষ্ট্রদূত রহনপুর স্টেশন থেকে রেলে চড়ে শিবরামপুর সীমান্ত পর্যন্ত পরিদর্শন করেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, এই করিডোরটি একটি গুরুত্বপূর্ণ। এই করিডোর দিয়ে বাংলাদেশ-ভারত হয়ে নেপালের সঙ্গে ব্যবসা হচ্ছে। এর ব্যাপক সুবিধা এবং বর্তমান অবস্থা আমি দেখতে এবং জানতে এসেছি।

এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যবসায়ীরা যেন রেল করিডোর ও রেলবন্দর উভয়ই ব্যবহার করতে পারে। আমি আশা করি যে দ্বিপাক্ষিক ব্যবসা এবং ট্রানজিট কার্যকর হবে।

এ সময় বাংলাদেশ-রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রেলরুট দিয়ে নেপালে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি চালু করার বিষয় চূড়ান্ত হবে বলেও তিনি জানান।  

 

রাইজিংবিডি / আনোয়ার / রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়