RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

ছাত্রীদের জন্য দেশব্যাপী কমফোর্ট জোন স্থাপনের পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২২ নভেম্বর ২০২০  
ছাত্রীদের জন্য দেশব্যাপী কমফোর্ট জোন স্থাপনের পরিকল্পনা

ছাত্রীদের জন্য দেশব্যাপী কমফোর্ট জোন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর প্রথম সিনার্জি টিম প্রোগ্রামে এ তথ‌্য জানানো হয়।

অনুষ্ঠানে রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য কমফোর্ট জোন স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, গণশিক্ষা কর্মসূচি বাস্তবায়নসহ দীর্ঘ মেয়াদী বিভিন্ন সার্ভিস প্রজেক্টের পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর মো. রুবাইয়াত হোসেন, এফডিএফএল রোকেয়া ফারুকী, সদ্য সাবেক গভর্নর খায়রুল আলম, গভর্নর নমিনি এম এ ওয়াহাব, সাবেক গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ, ড. মীর আনিসুজ্জামান, সেলিম রেজা, এ এফ এম আলমগীর, শামসুল হুদা, শওকত হোসেন, ইভেন্ট চেয়ার ইবরাহীম জায়েদ পিনাক, মহাসচিব নুরুল হুদা পিন্টু, টিপু খান, ইকবাল করিম প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ইন্টারন্যাশনালের বড় জেলা সংগঠন হচ্ছে বাংলাদেশ রোটারী, জেলা-৩২৮১।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়