ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় কবি সম্মেলন ও বইমেলা শুরু শুক্রবার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৬ নভেম্বর ২০২০  
বগুড়ায় কবি সম্মেলন ও বইমেলা শুরু শুক্রবার

বগুড়ায় শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা। শেষ হবে শনিবার (২৮ নভেম্বর)। 

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।

তিনি বলেন, ২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথাসাহিত্যিক শিরীণ আখতার।

সম্মেলনে সাহিত্য-সাংবাদিতায় বিশেষ অবদানের জন্য এ  বছর ছয় বিশিষ্টজনকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২০ দেওয়া হবে। এর মধ্যে কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফকে এই পুরস্কারে ভূষিত করা হবে।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে বইমেলা।  বইমেলায় অংশ নেবে বাংলা অ্যাকাডেমি, নৈঋতা ক্যাফে, কবি মানস, বগুড়া লেখক চক্র ও দেশ পাবলিকেশন্স। এছাড়া, থাকছে শীতের পিঠা ও হ্যান্ডিক্রাফটসের আয়োজন।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়