ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৪ ডিসেম্বর ২০২০  
সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানার আহ্বান

ভাস্কর্য নিয়ে বিতর্ককে কেন্দ্র করে সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন ঐক‌্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট রাণা দাশগুপ্ত।

তারা বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বহুকাল থেকে দেব-দেবীর মূর্তির পূজা করে আসছে। বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় ঠিক একইভাবে ভগবান বুদ্ধ ও প্রভু যিশুর মূর্তিকে সামনে রেখে তাদের ধর্মাচরণ ও ধর্মানুশীলন করেন। তাদের ধর্মীয় অনুভূতিকে রীতিমতো আঘাত করে বা তাদের ধর্মকে অবজ্ঞা করে যেভাবে ‘মূর্তি’ শব্দটি বিদ্যমান বিতর্ককে তুলে ধরা হচ্ছে বিভিন্ন মহল থেকে তা দুঃখ ও উদ্বেগজনক।’

অবিলম্বে এমন সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার জন্য সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ঢাকা/মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়