Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল মঙ্গলবার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৭ ডিসেম্বর ২০২০  
টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল মঙ্গলবার 

টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তারুণ্য: কার্টুন ও চিত্রশিল্প’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা করবে টিআইবি।  এতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন শিক্ষাবিদ অধ্যাপক ড. পারভীন হাসান সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, লেখক ও সাংবাদিক আবুল মোমেন, টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আহসান হাবীব, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য এবং শাহরিয়ার খান।

এমএ রহমান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়