ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিয়মিত জ্ঞান চর্চা করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৩১ ডিসেম্বর ২০২০  
নিয়মিত জ্ঞান চর্চা করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান

পেশাগত দক্ষতা অর্জনে নিয়মিত জ্ঞান চর্চা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ ডিআইজির ‎‎‎র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চাই। পুলিশি সেবা সারা দেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহু কল্যাণকর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপকে এগিয়ে নিতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে আপোশ করা যাবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবাইকে পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ডিআইজি পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়