ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এ সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৪৯, ১০ জানুয়ারি ২০২১
এ সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

চলতি সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সারা দেশে শীত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘আজ মধ্যরাত থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।’

চলতি সপ্তাহের শেষের দিকে দেশে শৈত্যপ্রবাহ আসতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এ সপ্তাহের মাঝামাঝি সময়ে শীত বাড়তে থাকবে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়