ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘দখলদারদের ছাড় দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৩৬, ২১ জানুয়ারি ২০২১

রাস্তা সম্প্রসারণের উদ্দেশ্যে মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ডিএনসিসি অভিযান শুরু করতে চাইলে স্থানীয় বিহারি ক‌্যাম্পের বাসিন্দা ও ব্যবসায়ীরা এতে বাধা দেন। পুলিশকে লক্ষ‌্য করে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এতে সিটি করপোরেশনের এক গাড়িচালকসহ কয়েকজন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি। পরে আবার শুরু হয় উচ্ছেদ অভিযান।  

এ বিষয়ে মেয়র বলেন, ‘বৃহত্তর স্বার্থে এ উচ্ছেদ অভিযান। যত ধরনের বাধাই আসুক না কেন উচ্ছেদ অভিযান চলবে। অবৈধ দখলদারদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এ অভিযানে স্থানীয়দের সমর্থন আছে। কিছু অসাধু ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে অভিযানে বাধা দিয়েছে।’

আতিকুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের বিভিন্ন সময়ে সিটি করপোরেশন থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা সে নোটিশ আমলে নেননি। জনগণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তা সম্প্রসারণ করা হবে।

উচ্ছেদ হওয়া জান্নাত পাঞ্জাবি হাউসের মালিক মোরশেদ বলেন, ‘গতকাল বুধবার সিটি করপোরেশনের কর্মকর্তারা মৌখিকভাবে দোকান ভাঙার বিষয়টি জানিয়েছেন। স্বল্প সময়ে দোকান থেকে সব মালপত্র বের করা সম্ভব হয়নি। আমার এখানে তিনটা পাঞ্জাবির দোকান ছিল। আমার এখন পথে বসা ছাড়া উপায় নেই।’

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘রাস্তার দুই পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যানে ৬৮ ফুট রাস্তার কথা বলা থাকলেও অবৈধ দখলের কারণে রাস্তার পরিধি কমে যায়। রাস্তা দখলমুক্ত করতে এ অভিযান।’

কালশী সড়কের পাশের চারটি দোকানের মালিক কালাম আহমদ বলেন, ‘এই উচ্ছেদ অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে এসে বলে, উচ্ছেদ করা হবে। এ জায়গার পরিবর্তে সিটি করপোরেশন মার্কেটের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। কিন্তু তা আমাদের বুঝিয়ে না দিয়ে হঠাৎ এই উচ্ছেদ অভিযান। এতে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।’

অন‌্য ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে আমাদের পথে বসিয়েছে সিটি করপোরেশন।’ 

ঢাকা/সাইফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়