ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাপান সরকারের বৃত্তি পেতে সেমিনার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৩২, ২৪ জানুয়ারি ২০২১
জাপান সরকারের বৃত্তি পেতে সেমিনার

জাপানে উচ্চশিক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের জাপান সরকারের বৃত্তি পেতে সহায়তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) অনলাইন প্লাটফর্মে ‘স্টাডি ইন জাপান’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাকার জাপান দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ।

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

রাষ্ট্রদূত বলেন, গত কয়েক দশকে অনেক বাংলাদেশি শিক্ষার্থী জাপানের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন। তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জাপানের বিশ্ববিদ্যালয়ের দুইজন অ্যলামনাই ড. জাহাঙ্গীর আলম ও ড. হাফিজা কাওসার তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

জাপান দূতাবাসের শিক্ষাকিষয়ক উপদেষ্টা ড. কাওসার আফসানা জাপান সরকারের স্কলারশিপ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাপানিজ স্টাডিজ বিভাগের লেকচারার শিবলী নোমান।

 

ঢাকা/হাসান/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়