ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিদেশিদের বিনিয়োগ আনতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:২৫, ২৮ জানুয়ারি ২০২১
বিদেশিদের বিনিয়োগ আনতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিদেশিদের বিনিয়োগে আগ্রহী করতে শিল্প উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সব সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর। 

তিনি বলেন, ঢাকা ও এর আশপাশে বিশেষ করে নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো কোনো প্রকার বাধা ছাড়াই আগের যেকোনো সময়ের চেয়ে সাবলীলভাবে চলছে। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নরসিংদীর মাধবদীতে বিকেলে মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত লিড প্লাটিনাম অ‌্যাচিভমেন্ট সেলিব্রেশন ও সিল উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, লিড প্লাটিনাম অ‌্যাচিভমেন্ট শুধু মিথিলা গ্রুপেরই নয়, এই অর্জন আমাদের দেশের। এই উদযাপন আমাদের সবার। 

মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে লিড প্লাটিনাম অর্জনে দেশের সব শিল্প প্রতিষ্ঠানকে সচেষ্ট থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান।  অনুষ্ঠানে ছিলেন শফিউল ইসলাম মহিউদ্দিন, মিথিলা গ্রুপের পরিচালক মো. মাহবুব খান হিমেল, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ‌্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, বিজিএমইএ-র সহসভাপতি মসিউল আলম সজলসহ আরো অনেকে। 

 

ঢাকা/হাসান/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়