ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ একথা জানান। 

সাক্ষাৎকালে মহামারি থেকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে সরকারের সঙ্গে বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এডিবির এপিভিএক্স ফ্যাসিলিটির সহায়তায় ৯৪০ মিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এ সময় মনমোহন প্রকাশ করোনার টিকাদান কর্মসূচি সফলভাবে কার্যকর করায় বাংলাদেশের প্রশংসা করে বলেন, এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সরকার ঢাকা- বরিশাল-পটুয়াখালী রেললাইনের নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/হাসিবুল/এসএন  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়