ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে এমপি স্মৃতির ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১২ মার্চ ২০২১  
দুর্নীতি প্রতিরোধে এমপি স্মৃতির ব্যতিক্রমী উদ্যোগ

দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তার সংসদীয় আসনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ভাতার জন‌্য কেউ টাকা দাবি করলে ফোনে বা লিখিতভাবে অথবা যেকোনো মাধ্যমে সংসদ সদস‌্যকে জানানোর আহ্বান জানিয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। এর পাশাপাশি সাদুল্লাপুর এবং পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে (ইউএনও) যোগাযোগ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

গত ১১ মার্চ উম্মে কুলসুম স্মৃতি এমপি তার ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন। সংসদ সদস‌্যের এ উদ‌্যোগকে স্বাগত জানিয়েছেন তার সংসদীয় আসনের বাসিন্দারা।

উম্মে কুলসুম স্মৃতির ফেসবুক পোস্টে মামুন সর্দার নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, `ডিজিটাল বাংলাদেশে আমরা এরকম এমপি দেখতে চাই।’

কাজী মো. ফয়সাল মন্তব্য করেছেন, `আপনার মতো যদি বাংলাদেশের সব এমপি এমন উদ্যোগ নিতো, তাহলে আর বাংলাদেশে দুর্নীতি থাকত না।’

পাঠকদের জন্য উম্মে কুলসুম স্মৃতির ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: ‘সতর্কতা বিজ্ঞপ্তি। অত্র পলাশবাড়ী/সাদুল্যাপুর উপজেলার সকল বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য যারা অনলাইনে আবেদন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য যে সকল ভাতা দিচ্ছেন, সে সকল ভাতা গ্রহণ করতে কোনো টাকার প্রয়োজন হয় না। কেউ কোনো টাকা দাবি করলে সরাসরি আমাদের সংসদ সদস্য অ‌্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি মহোদয় অথবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়