ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মশারি টাঙিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১২ মার্চ ২০২১   আপডেট: ১৭:২৬, ১২ মার্চ ২০২১
মশারি টাঙিয়ে মানববন্ধন

মশার অসহনীয় উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবিতে ব‌্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ভাড়াটিয়া পরিষদ। শুক্রবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মশারি টাঙিয়ে মানববন্ধন করেছে সংগঠনটি।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মাবনবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত ফাতেমা খানম, কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মাকসুদুর রহমান, জামাল শিকদার, শাহজাহান সিরাজ, সম্পদ কবির, আজম মোল্লা, মোস্তফা কামাল প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সোশ‌্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বাহারানে সুলতান বাহার বলেন, ‘বর্তমানে রাজধানীতে মশার প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে। বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার রাজত্ব। এ যেন মানুষের নয়, মশার রাজধানী। ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না। নগরীর খাল-নালা পরিষ্কার না করায় বেড়েছে মশার প্রজনন। মশার প্রকোপ এত বেশি যে মশারি, কয়েল আর স্প্রেতেও কাজ হচ্ছে না। গবেষণায় উঠে এসেছে, রাজধানীতে মশার ঘনত্ব বেড়েছে প্রায় চার গুন। প্রতি বছর ম্যালেরিয়া, ফাইলেরিয়া,ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা বাড়লেও মশা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন‌্য কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আগে থেকেই মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে নগরবাসীকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বিভিন্ন এলাকার মশককর্মীদের দায়িত্বে অবহেলার ফল এখন মানুষ ভোগ করছে। তারা সিটি করপোরেশনের বরাদ্দ অনুযায়ী বাসাবাড়ির আঙিনা, জলাশয়, ডোবা ও ড্রেনে ওষুধ ছিটালে মশার বিস্তার ঘটত না।’

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়