ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিমানে যাত্রীসেবা আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ মার্চ ২০২১   আপডেট: ১৩:৩৮, ১৪ মার্চ ২০২১
বিমানে যাত্রীসেবা আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ বিমানের যাত্রীসেবা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এতে দেশের ভাবমূর্তি বাড়ার সঙ্গে সঙ্গে বিমান অর্থনৈতিকভাবে লাভবান হবে।’

রোববার (১৪ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন দুটি উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

নতুন দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় আশপাশের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে অভ‌্যন্তরীণ যোগাযোগ আরও উন্নত হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বিমানে যাত্রীসেবা বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘যাত্রীসেবাটা আরও উন্নত করতে হবে। এ দেশের ভাবমূর্তি উজ্জল করা সবার কর্তব‌্য। যাত্রীসেবা উন্নত করা সম্ভব হলে দেশের লাভ হবে, দেশ উন্নত হবে।’

বিমানের বহরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুটি বিমান যুক্ত হওয়ায় যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব‌্যক্ত করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগে হজ যাত্রীদের জন‌্য বিমান ভাড়া করতে হতো। এখন থেকে তা আর করতে হবে না। আমাদের নিজস্ব বিমানেও হাজীদের নিয়ে যাওয়া ও আনা নিয়ে যেতে ও আনতে পারি।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি অত‌্যন্ত আধুনিক করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এতে করে বিমান সেবাটা আরও উন্নত হয়।’

৭৫’এর পর থেকে ৯৬ এর আগ পর্যন্ত বিমানের দুরবস্থার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিমান উন্নত করার চেষ্টা করে। বিমানে কিছুই ছিলো না। যতোটুকু উন্নতি সেটা আওয়ামী লীগ সরকারই করে দিয়ে যায়। পরবর্তী ২০০৮ সালে ক্ষমতায় এসে প্রচেষ্টা চালাই কীভাবে বিমানকে আরও উন্নত করা যায়।’ 

‘জাতির পিতার একটি স্বপ্ন ছিল, সেটি হচ্ছে বাংলাদেশকে তিনি প্রাচ‌্যের সুইজারল‌্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবেন। ভৌগলিক অবস্থানের কারণে আমরা আন্তর্জাতিক এয়ার রুটের ভেতরে আছি। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু প্রাচ‌্য-পাশ্চাতের একটি সেতুবন্ধন রচনা করতে পারে। তাছাড়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ বৃদ্ধি, যাতায়াতের সুযোগ সৃষ্টি, ব‌্যবসা-বাণিজ‌্য বাড়ানো; অনেক সুযোগ আমাদের রয়েছে। সেই সুযোগ কাজে লাগানো সেটিও জাতির পিতার একটি আকাঙ্ক্ষা ছিলো’, বলেন তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আধুনিক ও নতুন ১২টি উড়োজাহাজ যুক্ত করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এতে এয়ারলাইন্স আরও উন্নত হয়েছে।’ 

৯৬ সালে ক্ষমতায় এসে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কথা জানিয়ে তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে রাজশাহী, বরিশাল, সৈয়দপুর দেশের অভ‌্যন্তরীণ বিভিন্ন বিমানবন্দর একপ্রকার বন্ধ করে দিয়েছিলো। আমরা পুনরায় ক্ষমতায় এসে আবার সেগুলো সচল করি।’

কক্সবাজার বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার কথা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক রুটে এই বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। অর্থনৈতিকভাবেও বাংলাদেশ লাভবান হবে।’

ঢাকা/পারভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়