ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রেন দুর্ঘটনার কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৪ মার্চ ২০২১  
ট্রেন দুর্ঘটনার কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপের সুপারিশ

জ্বালানি তেল বহনকারী ট্রেনের দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে ছিলেন।

বৈঠকে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়। সব রেল স্টেশনে টিকিট কাউন্টারের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর সুপারিশ করা হয়।

 

 

ঢাকা/আসাদ/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ